প্রেমিকের জন্য রাজকীয় মর্যাদা ছাড়ছেন জাপানের রাজকুমারী
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার আপডেট: ০১:০০ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
রাজকুমারী মাকো
জল্পনা আগে থেকেই চলছিল। অবশেষে তার অবসান ঘটলো। রাজকীয় রীতিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে সাধারণ পরিবারের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকুমারী মাকো। প্রেমিককে বিবাহ করতে গিয়ে রাজকীয় মর্যাদা ত্যাগ করতে চলেছেন মাকো।
আগামী ২৬ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে খবর প্রকাশিত হয়েছে। জানাচ্ছে বিবিসি।
বিবিসি জানাচ্ছে, রাজকুমারী মাকোর প্রেমিকের নাম কুমরো। সে জাপানের একটি সাধারণ পরিবারের সন্তান। ২০১২ সালে টোকিও আন্তর্জাতিক খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাদের দুজনের পরিচয় হয়। দু'জনে সহপাঠী ছিলেন।
২০১৭ সালে এই জুটির বাগদান সম্পন্ন হয় এবং ২০১৮ সালে এই জুটির বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটি বাতিল হয়ে যায়। জানা গেছে, কামুরোর পরিবার আর্থিক সমস্যায় পড়েছিল।
জানা গেছে, বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন নবদম্পতি। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কমুরো।