অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেষ হলো ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, ঢাবি

প্রকাশিত: ১২:৪১ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার   আপডেট: ০১:০১ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার

২০২০-২১ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে বলে জানান ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী।

শুক্রবার (০১ অক্টোবর) সকাল ১১টা থেকে এই পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১২টা ৩০ মিনিটে।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষা: অপেক্ষা শেষে স্বপ্ন পূরণের আশায় তারা

করোনা মহামারির কারণে এবারের ভর্তি পরীক্ষায় নানা পরিবর্তন এসেছে। এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও সাতটি বিভাগীয় শহরের সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


 
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞার ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
 
এ বছরের ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে ৭ হাজার ১৪৮ টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। তার মধ্যে ক ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৫৭, আসন রয়েছে ১ হাজার ৮১৫টি, আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৬৪.৯৯।


 
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ১২০ নম্বরে। তার মধ্যে লিখিত ও বহু-নির্বাচনী অংশে ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ নম্বর করে মোট ২০ নম্বর থাকছে।

শনিবার (২ অক্টোবর) হবে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন আবেদন করেছেন। এই ইউনিটে আসনপ্রতি ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যান্য ইউনিটের পরীক্ষা হবে-

•   ২২ অক্টোবর গ ইউনিট
•    ২৩ অক্টোবর ঘ ইউনিট
•    ৯ অক্টোবর চ ইউনিট