আর্জেন্টিনা দলে ফিরলেন দিবালা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
পাওলো দিবালা
বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আগামী মাসে অনুষ্ঠিতব্য দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) ম্যাচের জন্য আর্জেন্টাইন দলে ফিরেছেন পাওলো দিবালা। এছাড়া ইনজুরি সত্ত্বেও লিওনেল মেসিকেও দলে রাখা হয়েছে।
উভয় খেলোয়াড়কে নিয়েই ফিটনেস শঙ্কা থাকলেও প্যারাগুয়ে, উরুগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ৩০ সদস্যের দলে তাদেরকে বিবেচনা করেছেন লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন অধিনায়ক মেসি হাঁটুর ইনজুরির কারণে পিএসজির শেষ দুটি লিগ ম্যাচে খেলতে পারেননি। তার আগে লিঁওর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে তিনি ইনজুরির কারণে মাঠ ত্যাগ করেন। সোমবার অবশ্য মেসি অনুশীলনে ফিরেছেন। তার ফিরে আসা স্কালোনির দলের জন্য অনেক বড় একটি অনুপ্রেরাণা।
গত ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে মেসি হ্যাটট্রিক করেছিলেন। এর মাধ্যমে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে দুই গোলে পিছনে ফেলে জাতীয় দলের হয়ে ৭৯ গোল করার মাধ্যমে দক্ষিণ আমেরিকান অঞ্চলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন।
এদিকে রোববার সাম্পদোরিয়ার বিপক্ষে সিরি-এ লিগে ৩-২ গোলের জুভেন্টাসের জয়ের ম্যাচটিতে পেশীর ইনজুরির কারনে মাত্র ২২ মিনিটে মাঠ ত্যাগে বাধ্য হন দিবাো। এই ইনজুরির কারনে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের হয়ে মাঠে নামা হচ্ছে না এই তারকা ফরোয়ার্ডের।