সামাজিক মাধ্যমে ছবি থাকলে শিকার হতে পারেন আপনিও!
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার
সামাজিক মাধ্যম থেকে সাধারন ছবি নিয়ে সফটওয়্যারের সাহায্যে সেই ছবিকে ‘নুড’ বানিয়ে শেয়ার করা হচ্ছে ম্যাসেজ পাঠানোর অ্যাপ টেলিগ্রাফে। সম্প্রতি এমন ঘটনার অসংখ্য প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।
গোয়েন্দা সংস্থা সেনসিটির রিপোর্টে দেখা যায়, এক লাখের বেশি নারীর সাথে এমন ঘটনা ঘটেছে। সংবেদনশীল হওয়ায় ঠিক কোন অ্যাপের মাধ্যমে এমন কাজ করা হচ্ছে তা প্রকাশ করেনি সংস্থাটি। রিপোর্ট মতে, নারীদের মাঝে অনেকেই ছিলো যাদের বয়স আঠারোর নিচে। অথচ সেই অ্যাপ কর্তৃপক্ষ বলছে এটা কেবলই ‘বিনোদন’।
সেনসিটি বলছে, ডিপফেক বুট নামক প্রযুক্তির সাহায্যে ছবিগুলো বিকৃত করা হয়েছে। ডিপফেক বুট হলো কম্পিউটারে ব্যবহৃত বাস্তবের মতই একটি টেমপ্লেট। কোনো অর্থ ব্যয় ছাড়াই মাত্র এক সেকেন্ডে এমন বিকৃতি সম্ভব। জনপ্রিয় তারকাদের মিথ্যে পর্নোগ্রাফি ভিডিও তৈরিতে এই প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি।
কিন্তু সাধারণ কারও ছবি নিয়ে তাদের বিবস্ত্র ছবি প্রকাশ একেরারেই নতুন বলে দাবি করছে সেনসিটির প্রধান কর্মকর্তা জর্জিও পেত্রিনি। তিনি বলেন, সামাজিক মাধ্যমে ছবি পাবলিক করা থাকলে যে কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।