অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খুলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার

ঢাবি করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রোববার   আপডেট: ০৪:২৫ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রোববার

প্রায় ১৮ মাস পর খুলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার

প্রায় ১৮ মাস পর খুলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার

প্রায় ১৮ মাস পর খুলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। খুলে দেওয়া হয়েছে বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয়/ইনস্টিটিউটের সেমিনার লাইব্রেরিগুলোও। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রন্থাগারগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে আজ থেকে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার গ্রন্থাগারগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে৷

২০২০ সালের মার্চ মাসে দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকেই অনলাইনে চলছিল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। এ কারণে এত দিন শিক্ষার্থীরা গ্রন্থাগারগুলো ব্যবহারের সুযোগ পাননি।

সর্বশেষ ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

গ্রন্থাগারের মূল ফটকে শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব মেনে প্রবেশের জন্য প্রতি তিন ফুট পর বৃত্তাকার চিহ্ন দেওয়া হয়েছে। প্রথমে টিকার প্রমাণপত্র ও পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে শিক্ষার্থীদের। এরপর ভেতরে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ফটকের ভেতরে শিক্ষার্থীদের জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা আছে।