করোনার আরও প্রাণঘাতী হয়ে ওঠার সম্ভাবনা খুব কম: সারাহ গিলবার্ট
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
সারাহ গিলবার্ট
করোনাভাইরাস একসময় সাধারণ ঠাণ্ডা-জ্বরে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার টিকা উৎপাদনকারী দলের অন্যতম প্রধান সারাহ গিলবার্ট। যুক্তরাজ্যের রয়েল সোসাইটি অব মেডিসিনের এক ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বখ্যাত এ বিজ্ঞানী আরও বলেন, আমরা বর্তমানে মানুষের মাঝে সংক্রমিত হয় এমন চারটি আলাদা করোনাভাইরাসের সঙ্গে বাস করছি। কিন্তু সেগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত হই না। একসময় এই সার্স-সিওভি-২’ও ওইগুলোর মতো একটা ভাইরাস হয়ে যাবে।
তিনি বলেন, করোনা আরও প্রাণঘাতী হয়ে উঠবে এমন সম্ভাবনা খুব কম। ভবিষ্যতে এই ভাইরাস ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে। কেননা আগামীতে এই ভাইরাসকে কোভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্য দিয়েই ছড়াতে হবে।
সারাহ বলেন, ভবিষ্যত মহামারির জন্য এখনই প্রস্তুতি নিতে হবে আমাদের। সামান্য বিনিয়োগ দীর্ঘ মেয়াদে বিলিয়ন বিলিয়ন পাউণ্ড বাঁচাতে পারে। অতীতে প্রাদুর্ভাব সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও করবে এমন রোগের টিকা বানাতে মহামারির আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।