স্কুলে গিয়ে করোনাক্রান্ত হওয়ার তথ্য ভিত্তিহীন: শিক্ষা উপমন্ত্রী
চট্টগ্রাম করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্কুলে গিয়ে কোনো শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবরের সত্যতা পাওয়া যায়নি।
শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মাহুতি দিবসে তার আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ বর্তমানে অনেক কমেছে। আমরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, সপ্তাহে একদিনের বেশি কোন ছাত্র-ছাত্রী যেন না আসে।
নওফেল বলেন, তারা যে ঘরে থাকলে করোনা সংক্রমণ হতো না বা স্কুলে যাওয়ার কারণেই হয়েছে এ ধরণের কথার কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই। তাছাড়া তারা স্কুলে না গেলেওতো অন্যান্য জায়গায়, আত্মীয় স্বজনের বাসায়, বিনোদনের জায়গায় সবখানে যাচ্ছে।
তিনি আরও বলেন, অল্প কয়েকটি জায়গা থেকে এ ধরণের তথ্য পাওয়া গেছে। আমরা ব্যবস্থা নিয়েছি।