অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের রাকিম জিতেছেন ফটোগ্রাফির গ্রিনস্টর্ম প্রতিযোগিতা

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার   আপডেট: ০৫:০১ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

নেচার ফটোগ্রাফির আন্তর্জাতিক প্রতিযোগিতায় সেরা হয়েছেন বাংলাদেশের রাকায়েত উল করিম রাকিম। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সহায়তায় ভারতীয় প্রতিষ্ঠান গ্রিনস্টর্ম ফাউন্ডেশন এই প্রতিযোগিতার  আয়োজন করে।

এটি ছিলো এর ১৩তম প্রতিযোগিতা। যাতে শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের ফটোগ্রাফার রাকিমের তোলা একটি প্রজাপতির ছবি। যেটি বসে আছে একটি গোল হয়ে থাকা ক্যাকটাসের মাঝখানে।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফটোগ্রাফার মোহাম্মদ নওফেল ও তৃতীয় হয়েছেন ভারতের কার্তিকিয়া গ্রোভার। বাংলাদেশের আবদুল মোমেন, রাশিয়ার ভ্লাদ্লেনা ল্যাপসেনা ও ভারতের শ্রীধরণ প্রতিযোগিতায় কনসোলেশন পুরস্কার জিতেছেন। প্রথম পুরস্কার জয়ী নগদ এক লাখ রুপি পাবেন।