দাখিলের দিনই এসএসসি ও সমমান পরীক্ষা হতে পারে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:১৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
এবারও এসএসসি পরীক্ষা একই দিনে অর্থাৎ ১৪ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে
চলতি বছরের দাখিল পরীক্ষার তারিখ জানিয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। জানা গেছে ১৪ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। আলাদা সময়সূচিতে পরীক্ষা হলেও সাধারণত প্রতিবছর এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার শুরুর দিনটি একই থাকে। কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলেও এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি। তবে শিক্ষা বোর্ডসূত্রে জানা গেছে, এবারও এসএসসি পরীক্ষা একই দিনে অর্থাৎ ১৪ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।
**দাখিল পরীক্ষা শুরু ১৪ নভেম্বর
সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এ সপ্তাহের শুরুতে সব বোর্ডের চেয়ারম্যান সম্ভাব্য রুটিনসহ পরীক্ষা গ্রহণের প্রস্তাবনা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।
শিক্ষা বোর্ডসূত্রে আরও জানা গেছে, দাখিল পরীক্ষার দিনই এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করার বিষয়ে ভাবা হচ্ছে। সেভাবেই শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব গেছে। শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগের মাধ্যমে মাদ্রাসা ও কারিগরি এবং সাধারণ শিক্ষার বিষয়টি দেখভাল করা হয়।