ডেঙ্গুতে ২১ দিনে আক্রান্ত ৫৮৬৬, মৃত্যু ১৩
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন। এরমধ্যে ঢাকায় ২১১ জন এবং ঢাকার বাইরে ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন। এরমধ্যে চলতি মাসের ২১ দিনে মারা গেছেন ১৩ জন। আর এ মাসে রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ৮৬৬ জন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩১ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৮৩৬ জন, আর বাকি ১৯৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ হাজার ২২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৫ হাজার ১৩২ জন।