ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন স্থগিত
কমল দাশ, চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার আপডেট: ০৪:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দিনের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পণ্যবাহী গাড়ি ঢুকতে পারেনি বন্দরে।
১৫ দফা দাবির মধ্যে আছে, পরিবহন মালিকদের অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভারী যানবাহনের ক্ষেত্রে সরাসরি লাইসেন্স দেওয়া।
দাবি আদায়ে বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবির জেটি ও ইয়ার্ডে প্রাইম মুভার (ট্রেইলার), কাভার্ডভ্যান ও ট্রাকসহ পণ্যবাহী গাড়ি বন্ধ রাখায় লোড-আনলোডে অচলাবস্থার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বন্দরে।
পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমেদ জানান, সরকার ২০১৯ সালে সংগঠনের নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই অগ্রিম আয়করের পরিমাণ বাড়িয়েছে। কিন্তু মালিকরা গত দুই বছর ধরে আগের হারেই কর দিচ্ছিলেন।
এখন সরকার দুই বছরের বকেয়াসহ সম্পূর্ণ কর পরিশোধ করতে বলেছে (সংশোধিত হারে), দাবি করেন জাফর আহমেদ।