৫ অক্টোবরই খুলছে ঢাবি’র হল
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার
করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ৫ অক্টোবরই খুলছে। হল খোলা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তবে প্রথম দফায় হল খুলবে সীমিত পরিসরে শুধুমাত্র স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষার্থীদের জন্য।
জানা গেছে, এ বিষয়ে একটি বাস্তবায়ন পরিকল্পনাও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটি অনুসরণ করে আবাসিক শিক্ষার্থীদের হলে তোলা হবে। তবে একইসঙ্গে অনলাইনে পরীক্ষা নেওয়া এবং ক্লাস কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর প্রভোস্ট কমিটি এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সুপারিশ করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ শিক্ষার্থী করোনা টিকা নিয়েছেন। তাদের মধ্যে কারও কারও দুই ডোজও সম্পন্ন হয়েছে।