অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেস্কটপে অডিও-ভিডিও কলিংয়ের ফিচার আনছে ওয়াটসঅ্যাপ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার   আপডেট: ০৪:৩৮ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

করোনাকালীন সময়ে ভিডিওকলের পরিমাণ বেড়েছে কয়েকগুণ। সে সুযোগের সদ্বব্যবহার করেছে ফেসবুক, জুমের মতো প্রতিষ্ঠনগুলো। বছরের শুরুতে ওয়াটসঅ্যাপও তাই গ্রুপ ভিডিও কলে একযোগে অংশগ্রহণকারীর সংখ্যা চার থেকে আটজনে নিয়ে যায়। 

তবে অডিও এবং ভিডিওকলে এবার বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতদিন শুধু মোবাইল অ্যাপে অডিও বা ভিডিও কলিংয়ের সুযোগ থাকলেও ডেস্কটপে সে সুযোগ ছিলোনা। ওয়াব ইট ইনফো নামক ওয়েবসাইটের তথ্য সত্য হলে ডেস্কটপ অ্যাপেও এবার সে সুযোগ পাবেন গ্রাহকরা। 
সাইটটির মতে, নতুন এই ফিচার তৈরিতে সবচেয়ে দক্ষ কর্মী নিযুক্ত করেছে ওয়াটসঅ্যাপ। ফিচারটি তৈরি হলে ডেস্কটপ থেকেই গ্রাহক অডিও এবং ভিডিও কলে যুক্ত হতে পারবেন। 

নতুন ফিচারের বিষয়ে একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে ওয়াব ইট ইনফো। সেখানে দেখা যায় অডিও বা ভিডিও কল করার সময় নতুন একটি উইনডো খুলে যাবে অ্যাপে। উইনডো থেকেই কলগুলো নিয়ন্ত্রণ করা যাবে এবং একই সময় চ্যাটও করা যাবে।