বকেয়া ফি বেশি হলে ধাপে ধাপে নিন: শিক্ষামন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আর শিক্ষার্থীর ফি যদি বকেয়া পড়ে এবং সেটির পরিমাণ যদি বেশি হয়,তাবে তা ধাপে ধাপে নেয়া যেতে পারে।
চাঁদপুর সার্কিট হাউসে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার সম্পর্ক থাকার কথা না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরে খুলেছে,অনেক শিক্ষার্থী হয়তো ফি দেয়নি। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়,তা পরিশোধে ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।
দীপু মনি বলেন, যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। ফির সঙ্গে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের এদিকে খেয়াল রাখতে হবে।
মন্ত্রী বলেন, ডেঙ্গু কিংবা কোভিড পরিস্থিতির জন্য,একটা সুন্দর জীবনের জন্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে সব জায়গায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা অভ্যাসে পরিণত করতে হবে।