অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছিনতাইয়ের অভিনয় করে ১০ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার  

বেসরকারী প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের ১০ লক্ষ টাকা আত্মসাৎ করতে ছিনতাইয়ের অভিনয় করেও শেষ রক্ষা হয়নি প্রতিষ্ঠাটির পিয়ন মোঃ আব্দুল রহিম প্রকাশ রিপনের। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে ঘটনার সত্যতা বেরিয়ে এসেছে। গ্রেফতারের পর উদ্ধারও হয়েছে ছিনতায়ের দশ লাখ টাকা।

নগরীর কোতোয়ালী থানার কাজির দেউড়িস্থ বেসরকারি আর্থিক প্রতিষ্টান ব্র্যাক ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলনের পর তা আত্মসাৎ করার উদ্দেশ্যে ডিবি পুলিশ কর্তৃক ১০ লাখ টাকা ছিনতাই ও নিজেকে আহত করার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্লিফটন গ্রুপের ফিনিশিং বিভাগে পিয়ন পদে কর্মরত মোঃ আব্দুল রহিম প্রকাশ রিপন।

এ ঘটনায় রিপনের সহযোগী ও পাহাড়তলীতে রেলওয়েতে কর্মরত মোঃ সেলিম (৩৫) কে  গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মূলত ছিনতাইয়ের নাটক সাজিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে বন্ধু সেলিমের নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনী, ১৯/৫ রেলওয়ে কোয়ার্টারের বাসায় রেখে আসে পরে পুলিশ সে বাসায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা উদ্ধার করেছে।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন।