বাঘিনী শুভ্রার মেয়ে হয়েছে...
কমল দাশ, চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০৪:৪৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশের প্রথম সাদা বাঘ ‘শুভ্রা’ চট্টগ্রাম চিড়িয়াখানায় একটি মেয়ে শাবকের জন্ম দিয়েছে। এই নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট বাঘের সংখ্যা হল ১০টি। যার মধ্যে দুটি বাঘ, আর অন্যগুলো বাঘিনী।
চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ জানান, গত ২৬ অগাস্ট সাদা বাঘটি বাচ্চা প্রসব করে। এ শাবকটিও বাঘিনী।মায়ের দুধ না পাওয়ায় বাচ্চাটিকে খাঁচা থেকে বের করে আলাদা রেখে দুধ খাওয়ানো হচ্ছে বলে জানান শুভ।
তিনি বলেন, “ক্যাপটিভ ব্রিডিংয়ের (চিড়িয়াখানা অথবা সাফারি পার্কে বাচ্চা দেওয়া) সমস্যা হল, জন্মের পর বাচ্চাকে মা দুধ দেয় না। যেমনটা গতবছর জন্ম নেওয়া বাঘের ছানা জো-বাইডেনের ক্ষেত্রেও হয়েছিল।”
তবে আগের বারের শাবকটি বড় করার সফলতাকে কাজে লাগিয়ে এ শাবকটিও নিজেদের মমতায় বড় কওে তোলার বিষয়ে আশাবাদী চিড়িয়াখানার এ চিকিৎসক।সাদা-কালো ডোরাকাটা বাঘটির নাম দেয়া হয়েছিল ‘শুভ্রা’। বলা হয়, শুভ্রাই দেশের প্রথম সাদা বাঘ।
২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাস বয়েসী একটি বাঘ ও বাঘিনী আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। সেগুলোর নাম দেয়া হয়েছিল রাজ ও পরী।
২০১৮ সালের ১৯ জুলাই তাদের তিনটি সন্তানের জন্ম হয়। এর মধ্যে একটি ছানা ২০ জুলাই মারা যায়। বেঁচে থাকা দুটি ছানার মধ্যে একটি কমলা-কালো ডোরাকাটা আর অন্যটি সাদা-কালো।