এবার বিশ্ববিদ্যালয় খোলার উদ্যোগ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
সচিবালয়ে সোমবার (১৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান শিক্ষাসচিব মাহবুব হোসেন। তিনি বলেন, দুই-একদিনের মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পরের দিন এ ঘোষণা আসলো।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর রবিবার থেকে খুলে দেয়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সোমবার খুলেছে মেডিকেল কলেজ, ডেন্টাল ও নার্সিং সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ভালোর দিকে থাকায় দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দিতে ভাবছে সরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনারোধী টিকার আওতায় আনতেও কার্যক্রম চলছে।