তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনও পরীক্ষা থাকছে না
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার আপডেট: ০৫:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
আগামীতে প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনও ক্লাসেই পরীক্ষা থাকছে না। প্রাথমিক থেকে তৃতীয় পর্যন্ত শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে।
এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে শিখনকারীর মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন হবে শতভাগ।
চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে শিখনকালীন মূল্যায়ন হবে ৬০ শতাংশ। আর সামষ্টিক মূল্যায়ন (বছর শেষে পরীক্ষা) অর্থাৎ পরীক্ষা হবে ৪০ শতাংশ।
আরও পড়ুন-এসএসসিতে থাকছে না বিজ্ঞান-মানবিক-বাণিজ্য কোনও বিভাগ
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে
মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাধ্যমিকের ষষ্ট, সপ্তম ও অষ্টম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান, বিষয়ের শিখনকালীন মূল্যায়ন ৬০ শতাংশ ও সামষ্টিক মূল্যায়ন ৪০ শতাংশ।
বাকি বিষয় জীবন ও জীবিকা, তথ্যপ্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি (বিদ্যমান বিষয়-চারু ও কারু কলা) শিখনকালীন মূল্যায়ন হবে শতভাগ।
আর নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখনকালীন মূল্যায়ন ৫০ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন হবে ৫০ শতাংশ। নবম ও দশম শ্রেণির বাকি বিষয়গুলোয় শিখনকালীন মূল্যায়ন হবে শতভাগ।
শিক্ষামন্ত্রী বলেন, দশম শ্রেণি শেষে দশম শ্রেণির ওপর পাবলিক পরীক্ষা হবে। আগে তো নবম-দশম মিলে পাবলিক পরীক্ষা হতো। এখন শুধুমাত্র দশম শ্রেণির কারিকুলাম অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষাটি হবে। শুধুমাত্র দশম শ্রেণির যে কারিকুলাম সেটির ওপর হবে।