স্ন্যাপশট: বিড়ালাকৃতি
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার আপডেট: ০২:০৯ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার
এই যে বিড়ালাকৃতিটি দেখতে পাচ্ছেন, জানেন এটি কবেকার?
প্রত্মতাত্মিকরা বলছেন, ২০০০ বছরের পুরোনো। আর এটি ছিলো এতদিন লোকচক্ষুর অন্তরালে। পেরুর নাযকায় একটি পর্বতের গায়ে আঁকা হয়েছিলো ছবিটি।
ধারনা করা হচ্ছে খৃষ্টের জন্মের ১০০ থেকে ২০০ বছর আগের কোনো একটি সময়ে এটি তৈরি করা হয়। পাহাড়ের গায়ে ৪০ গজ এলাকা জুড়ে পাহাড় কেটে কেটেই তৈরি হয়েছে এই বেড়ালাকৃতিটি।