ল্যান্সেট সাময়িকীতে বাংলাভাষায় প্রবন্ধ প্রকাশ সেঁজুতি সাহার
প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
বিশ্বখ্যাত "ল্যান্সেট" সাময়িকীতে এই প্রথম বাংলাভাষায় কোনো প্রবন্ধ প্রকাশিত হলো। সে প্রবন্ধ প্রকাশে ভূমিকা রেখেছেন সমসাময়িককালে দেশের মুখ উজ্জ্বল করা নারী ড. সেঁজুতি সাহা । প্রবন্ধটিও তার নিজের ও তার বাবা ড. সমীর সাহার লেখা।
বিষয়টি জানিয়েছে বাঙালিত্ব গবেষণা উদ্যোগ (Bengaliness Research Initiative-BRI)
ফেসবুক পোস্টে বিআরআই বলেছে, বাঙালি সহ অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশের গবেষকদের জন্য প্রয়োজনীয় গবেষণা উপকরণ ও গবেষণাপত্রের নাগাল পেতে কী ভীষণ চড়াই উৎড়াতে হয় সে বিষয়ে ২০১৮'র সেপ্টেম্বরে ই-লাইফ সাময়িকীতে একটি ইংরেজি প্রবন্ধ (https://elifesciences.org/articles/41926) প্রকাশিত হয়েছিলো ডঃ সেঁজুতি সাহা ও ডঃ সমীর সাহা'র তত্বাবধানে। তারই প্রেক্ষিতে একটি বাংলা সাক্ষাতকার দেন ডঃ সেঁজুতি সাহা। পরবর্তীতে তাঁরা আশ্চর্য হয়ে লক্ষ্য করেন যে বাংলা সাক্ষাতকারটি ইংরেজি প্রবন্ধের তুলনায় অনেক বেশি মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে! তারই প্রেক্ষিতে বিজ্ঞান গবেষণায় ভাষার ব্যবহার নিয়ে চিন্তাভাবনা শুরু করেন তাঁরা। এরই ধারাবাহিকতায় বাংলাভাষায় বিজ্ঞান চর্চা ও লিখনের প্রয়োজনীয়তা বুঝতে সমীক্ষা করা হয়, ও তারই ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী "ল্যান্সেট"এ বাংলা ও ইংরেজি'তে এই সমীক্ষা ফলাফল প্রবন্ধাকারে প্রকাশ করা হবে।
নিবন্ধের প্রচ্ছদে যে মুখবন্ধ ছাপা হয়েছে- সেটিও বাংলায় লেখা। তাতে বলা হয়েছে-
আমাদের প্রতিষ্ঠান অণুজীববিজ্ঞানের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীসহ সবমোট ১০০ জনকে নিয়ে একটি জরিপ করেছিলাম জরিপে দেখা যায় শতকরা ৬৬ ভাগ সহকর্মী আমাদের প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালে প্রকাশিত হওয়া ২২ টি গবেষণাপত্রের একটিও পড়েননি এবং ৫ শতাংশের মতো অর্ধেক সংখ্যক পড়েছেন। শুধুমাত্র ইংরেজিতে লেখা হয়েছে বলে গবেষণাপত্র গুলো পড়েননি ৬৯ ভাগ সহকর্মী। আমাদের অজ্ঞতা সহজেই প্রতীয়মান জনস্বাস্থ্য নিয়ে আমাদের মত দেশে যারা কাজ করেন বিপুল জনগোষ্ঠীকে উপেক্ষা করে আমরা ইউরোপ-আমেরিকা কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো এবং ইংরেজিতে দক্ষ মানুষদের জন্যই কাজ করে যাচ্ছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রতিষ্ঠান উদ্ভূত ইংরেজি গবেষণাপত্র গুলোকে বাংলায় অনুবাদ করে প্রতিষ্ঠানের সবার কাছে পৌঁছে দেয়া হবে বিশ্ব স্বাস্থ্য গবেষণাকে প্রকৃতঅর্থেই বৈশ্বিক করার অভিমুখে- সেঁজুতি সাহা, মহিবুল হাসান আফ্রাদ, সুদীপ্ত সাহা, সমীর সাহা