স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জ ও উত্তরণ নিয়ে সেমিনার
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
স্বাস্থ্যখাতের আরও সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা প্রান্তিক, সুবিধাবঞ্চিত মানুষসহ সকলের জন্য সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো “স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি: বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক বহুমাত্রিক অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনার।
যশোর জাবের হোটেল ইন্টারন্যাশনাল-এ আয়োজিত উক্ত সেমিনারে নাগরিক সমাজ সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, সাংবাদিক-শিক্ষক, বিভিন্ন পেশা ও জনপ্রতিনিধিবৃন্দসহ মোট ৪০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
সেমিনারের উদ্দেশ্য ছিলো স্বাস্থ্যখাতের সক্ষমতা আরো বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ের অংশীজনদের নিয়ে স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে স্বাস্থ্যসেবাকে কীভাবে আরো সহজলভ্য করা যায়, সে বিষয়গুলো বিবেচনা করা।
সেমিনারের শুরুতে বিএনএনআরসি’র কর্মসূচি সমন্বয়কারী জনাব হীরেন পন্ডিত এই সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। আইডিইবি’র প্রাক্তন সভাপতি এম আর খায়রুল উমাম সেমিনারে সভাপতিত্ব করেন এবং সেমিনারটি সঞ্চালনা করেন। দৈনিক ইত্তেফাকের যশোর কার্যালয়ের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সরকারের বিভিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন। তিনি যশোরের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপ এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন যশোর সদর এর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনীম লিংকন এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এর সুপারিনটেনডেন্ট ডা. মোঃ আখতারুজ্জামান। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আশা করা হচ্ছে সেমিনারের বক্তব্য এবং মুক্ত আলোচনার ফলে উত্থাপিত বিষয়সমূহ সবার বিশেষ করে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুণগত ও মানসম্পন্ন স্বাস্থ্য-সেবা প্রদান নিশ্চিতকরণে সহায়ক ও কার্যকরী ভ‚মিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ।