ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৫৬ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৫৬ জনের মধ্যে ৪৪ জন ঢাকার বাইরে এবং বাকি ২১২ জন ঢাকার হাসপাতালে ভর্তি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মারা গেছেন একজন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। এছাড়া চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৬৯০ জন।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৫৬ জনের মধ্যে ৪৪ জন ঢাকার বাইরে এবং বাকি ২১২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ২৪২ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে,ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৮৮ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৫৪ জন রোগী ভর্তি আছেন।
এছাড়া,চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৩৯৫ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন।