অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৭ম জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের টাইটেল স্পন্সর আল-আরাফাহ ইসলামী ব্যাংক

News Desk

প্রকাশিত: ০৬:১৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৬:২০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার

শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে ৭ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। 

বুধবার (৮ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদীর নিকট স্পন্সরের চেক হস্তান্তর করেন। 

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামান, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়ক মাহমুদ মীম।