স্কুল-কলেজে ক্লাস হবে দিনে দুটি করে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:৫৫ এএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার
স্কুল-কলেজে ক্লাস হবে দিনে দুটি করে
আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হওয়ার পর, যেদিন যেসব শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান আসবে, তাদের দুটি করে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে তা সামান্য হেরফেরও হতে পারে। প্রতিদিন সব বিষয়ের ক্লাস হবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে সরকারের এ পরিকল্পনার কথা জানা গেছে।
প্রথম দিকে শুধু চলতি বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। এর বাইরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে। তবে শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক্-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধ থাকবে।
এখন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণি বাদে বাকি শ্রেণিগুলোর ক্লাস সপ্তাহের কোন দিন হবে, সেটি ঠিক করার কাজ চলছে।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের প্রমাণ পাওয়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়। এই ছুটি শেষে ১২ সেপ্টেম্বর থেকে খুলবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। পরের দিন থেকে খোলা হবে মেডিক্যাল, ডেন্টাল ও নার্সিংবিষয়ক সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। গত সোমবার পর্যন্ত দেশের ১০ জেলায় পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।