অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অদ্ভুত কাণ্ডে শুরু হয়েও পণ্ড ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:১৫ এএম, ৬ সেপ্টেম্বর ২০২১ সোমবার  

খেলা শুরু হলো ঠিকঠাক। চললোও প্রায় ৭ থেকে ৮ মিনিট। এর মধ্যেই হঠাৎই বন্ধ করে দেয়া হলো ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি। মাঠে ঢুকে পড়লো ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির লোকজন। 

অভিযোগ আর্জেন্টিানার চারজন খেলোয়াড়ের স্বাস্থ্য ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়েছেন।

এমতাবস্থায় স্বাভাবিকভাবেই দুই দলের খেলোয়াড় ও কর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলাফল বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।

ম্যাচটির ভেন্যু ব্রাজিল। দেশটির কোয়ারেন্টাইন বিধি নিয়েই সমস্যার উৎপত্তি। ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুযায়ী- যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে তাদেরও ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।

অভিযোগ নিয়ম না মেনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তারা হলেন- এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো।

কিন্তু ব্রাজিলের স্বাস্থ্য কর্তারা কেনো খেলা শুরু হওয়ার পর বিষয়টি উত্থাপন করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়মানুসারে ম্যাচের বেশ আগেই তো একাদশের তালিকা চূড়ান্ত করা হয়।