টিকা নেওয়ার ওপর নির্ভর করছে বিশ্ববিদ্যালয় খোলা
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার আপডেট: ০৪:৪৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
টিকা নেওয়ার ওপর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নির্ভর করছে
প্রায় দেড় বছর বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় খোলার তারিখ এখনও নির্ধারণ হয়নি। এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এক্ষেত্রে শিক্ষার্থীদের টিকার অন্তত প্রথম ডোজ নিতে হবে বলেও জানান তিনি।
**উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ১২ সেপ্টেম্বর
শুক্রবার (৩ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা আবারও বসব। কারণ বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল নেয়। আমরা উপচার্যদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছেন প্রত্যেক শিক্ষার্থী যদি প্রথম ডোজ টিকা নিতে পারে তাহলে ভালো হয়।'
মন্ত্রী আরও বলেন ‘সে জন্য আমরা একটা তারিখ নির্ধারণ করেছিলাম অক্টোবরের মাঝামাঝি। এখন তাদের সঙ্গে আবারও কথা বলব। উনারা যদি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে খুলতে রাজি হন কিংবা ভিন্ন কোনো তারিখ নির্ধারণ করেন সেটি উনাদের বিষয়।’
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না।
বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনা–সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
কমিটি মনে করছে, করোনা সংক্রমণের সর্বোচ্চ পজিটিভ হার থেকে ৭০ শতাংশ কমে যাওয়া এবং ধীরে ধীরে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিত হওয়ায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সাপেক্ষে এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।