অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন, শুভেচ্ছা অফুরাণ

প্রকাশিত: ০১:৩৭ এএম, ২৭ জুলাই ২০২০ সোমবার   আপডেট: ০৪:০১ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার

দেশে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে থাকা প্রজন্মের কাছে অতি প্রিয় নাম সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্র থেকে তথ্য-প্রযুক্তিতে ডিগ্রি অর্জনের পর এই খাতে নিজেকে বিশেষজ্ঞ পর্যায়ে তুলে নিয়েছেন নিজ কর্ম দক্ষতায়। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। বাবা ছিলেন পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া। সেসব পরিচয় ছাপিয়ে তিনি একজন তথ্য প্রযুক্তিবিদ। তারই সুফল হিসেবে দেশ তাকে পেয়েছে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে। 

সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোর মাঝে ২৭ জুলাই তারিখে তার জন্ম হয়। আর যুদ্ধ শেষে স্বাধীন দেশে নানা জাতির জনক শেখ মুজিবুর রহমান নাতীর নাম রাখেন জয়। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল দিনটিতে মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয় পান ভারতে। সেখানেই কাটে তার শৈশব ও কৈশোর। নৈনিতালের বিখ্যাত সেন্ট জোসেফ কলেজে থেকে কলেজের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটনে ভর্তি হন। সেখান থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক শেষ করে পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর অর্জন করেন। 

মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সজীব ওয়াজেদ জয় দীর্ঘ সময়ের আইটি প্রশিক্ষক ও উপদেষ্টা, তা প্রধানমন্ত্রী তার বক্তৃতায় অসংখ্যবার উচ্চারণ করেছেন। আর দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে ছেলেকেই নিজের আইটি উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব পালনে শতভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করছেন জয়। তারই ফলশ্রুতিতে দেশ ডিজিটাল বাংলাদেশের পথে অনেকদূর এগিয়ে গেছে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

অপরাজেয় বাংলার পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয়কে জন্মদিনের শুভেচ্ছা।