অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বার্সায় মেসির ১০ নম্বর জার্সি পেলেন আনসু ফাতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬ এএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১১:৪৮ এএম, ২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

১৪ বছর বার্সেলোনার ১০ নম্বর জার্সির ভার সামলেছেন লিওনেল মেসি। তার পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই বড় প্রশ্ন ছিল ক্লাবের সবচেয়ে মর্যাদা জার্সি নম্বরটি কার গায়ে জড়াতে যাচ্ছে। দলবদলের শেষ দিনে এসে তার উত্তর পাওয়া গেলো। 

বার্সেলোনায় ২০২১-২২ মৌসুমে ১০ নম্বর জার্সি নিবন্ধন করা হয়েছে আনসুমান ফাতির নামে। যাকে কাতালান ক্লাবটির ভবিষ্যত তারকা বলে বিবেচনা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে ফাতির গায়ে ১০ নম্বর জার্সি তুলে দেয়ার দৃশ্য প্রচার করা হয়েছে। 

প্রথমে শুনা যায় ফিলিপ কৌতিনহো খেলবেন মেসির ১০ নম্বর জার্সি পরে। কিন্তু বার্সা সমর্থকদে দাবি ছিল লা মাসিয়ার কোন গ্রাজুয়েটের গায়েই উঠুক এই সম্মানিত জার্সিটি। এবার সে আশাই পূর্ণ হয়েছে তাদের।

২০১৯ সালে ক্লাবের হয়ে অভিষেকের পর প্রথমে ২২ ও পরে ১৭ নম্বর জার্সি পরে খেলেছেন ফাতি। এবার প্রমোশন পেয়ে ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি পেলেন তিনি। ক্লাবটির দশ নম্বর জার্সি মানেই বাড়তি দায়িত্ব এবং ভালো খেলার অদৃশ্য একটা চাপ।

কেননা বার্সেলোনায় এখনও পর্যন্ত ১০ নম্বর জার্সি পরেছেন অ্যাঞ্জেল কুয়েলার (১৯৯৫-৯৬), জিওভান্নি (১৯৯৬-৯৭), জারি লিটমানেন (১৯৯৯-২০০০), রিভালদো (২০০০-২০০২), হুয়ান রিকুয়েলমে (২০০২-২০০৩), রোনালদিনহো (২০০৩-২০০৮) ও মেসির (২০০৮-২০২১) মতো খেলোয়াড়রা।

অবশ্য বয়স মাত্র ১৮ হলেও, ফাতি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বেশ ভালোভাবেই। গড়েছেন স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্পেন জাতীয় দলের হয়ে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড।