এক দিনে আরও ২৬৬ ডেঙ্গু রোগী
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:২৮ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার
এবার উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী
চলতি বছর দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫৬ জনে। মৃত্যু হয়েছে ৪২ জনের। এর মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে চলতি মাসেই।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২০২ জন।
গত জানুয়ারিতে ৩২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হওয়ার মধ্য দিয়ে বছর শুরু হয়েছিল। জুনে এটা ১৭২ জনে ওঠে। জুলাই মাসে সেটিই হয়ে দাঁড়ায় ২ হাজার ২৮৬ জনে। তাতে সব মিলিয়ে এ বছরের প্রথম সাত মাসে ডেঙ্গুতে মোট শনাক্ত দাঁড়ায় ২ হাজার ৬৫৮ জন।
জুলাই থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। আগস্টে এসে চিত্রটি উদ্বেগজনক হয়ে পড়ে। আগস্টের ৩১ দিনে ডেঙ্গু রোগী দাঁড়িয়েছে ৭ হাজার ৬৯৮ জন।
২০১৯ সালে ডেঙ্গু ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করলেও করোনা মাহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে এবার উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী।