এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার আপডেট: ০১:৩৮ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার
ড. ফিরদৌসী কাদরী
এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী। ফিরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী।
মঙ্গলবার দুপুরে ফিলিপাইনে ২০২১ সালের র্যামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর চার ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে।
ড. ফিরদৌসী কাদরীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করার কারণ হিসেবে ম্যাগসেসে কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বলেছে, কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় অসামান্য কাজ করেছেন তিনি।
ড. ফেরদৌসী কাদরী বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
এই পুরস্কার নিজের কর্মস্থল আইসিডিডিআর’বি কে উৎসর্গ করেছেন বিশিষ্ট এই বিজ্ঞানী।