অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস-এর জন্য কাজ আহ্বান 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৯ আগস্ট ২০২১ রোববার  

শিশুদের বিষয়সমূহ গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকতার উৎকর্ষতাকে স্বীকৃতি দিয়ে থাকে ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস। ২০০৫ সালে যাত্রা শুরু করে মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২১-এ ষষ্ঠদশ বর্ষে পদার্পণ করলো। নিম্নোক্ত বিষয়গুলোতে সংবাদ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নীতিনির্ধারক এবং বৃহত্তর জনসাধারণের কাছ থেকে শিশুদের জন্য সমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করা হয়। চলতি বছরের ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস-এর জন্য আগ্রহিদের কাছ থেকে কাজ আহ্বান করেছে ইউনিসেফ। ২৩ আগস্ট ২০২১ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত যা জমা দেওয়া যাবে।

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব)
'শিশু অধিকারের বিষয়টিকে এগিয়ে নিতে সহায়তা করে সাংবাদিকতায় এমন প্রতিবেদনের জন্য':
১. টেক্সট (প্রিন্ট/অনলাইন)
২. ফটোগ্রাফি (প্রিন্ট/অনলাইন)
৩. ভিডিও (টিভি/অনলাইন)

শিশুদের মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছরের নিচে)
'শিশু অধিকারের বিষয়টিকে এগিয়ে নিতে সহায়তা করে সাংবাদিকতায় এমন প্রতিবেদনের জন্য':
৪. টেক্সট (প্রিন্ট/অনলাইন)
৫. ফটোগ্রাফি (প্রিন্ট/অনলাইন)
৬. ভিডিও (টিভি/অনলাইন)

বিশেষ মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস (১৮ বছর ও তদূর্ধ্ব)
'শিশু অধিকারের বিষয়টিকে এগিয়ে নিতে সহায়তা করে সাংবাদিকতায় এমন টেক্সটভিত্তিক প্রতিবেদনের জন্য':
৭. শিশুদের ওপর কোভিড-১৯ এর প্রভাব
৮. শিশুদের জন্য সরকারি বিনিয়োগ
৯. রোহিঙ্গা শরণার্থী শিশু
১০. বাল্যবিবাহ বন্ধ করা
১১. জলবায়ু পরিবর্তন ও শিশু

১-৬ নং ক্যাটাগরির জন্য পুরস্কার: প্রথম পুরস্কার: ৫০,০০০ টাকা; দ্বিতীয় পুরস্কার: ২৫,০০০ টাকা; তৃতীয় পুরস্কার: ১৫,০০০ টাকা। ৭-১১ ক্যাটাগরির জন্য পুরস্কার: বিজয়ী ৫০,০০০ টাকা।

জমাদানের জন্য টেকনিক্যাল নির্দেশনাসমূহ
টেক্সট (প্রিন্ট/অনলাইন)-এ আবেদনের ক্ষেত্রে আপনার প্রতিবেদনটি যেভাবে প্রকাশিত হয়েছে ঠিক সেটির স্ক্যান কপি এবং যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে তার নামসহ আপলোড করতে হবে। এটির অনলাইন লিংক থাকলে সেটিও দিতে হবে।

ভিডিও (টিভি/অনলাইন)-এ আবেদনের ক্ষেত্রে আপনার প্রতিবেদন যেভাবে প্রচারিত হয়েছে ঠিক সেভাবেই ভিডিওটি MPEG4/MP4 (১০৮০ রেজোলিউশান) ফরম্যাটে গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স, ইউটিউব অথবা যে কোন অনলাইন মাধ্যমে-এ আপলোড করে লিংকটি শেয়ার করতে হবে। তবে এই লিংকটি অবশ্যই আগামী ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত কার্যকর থাকতে হবে। গুগল ড্রাইভ বা ওয়ান ড্রাইভের লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই ড্রাইভ-এর ফোল্ডারটির এক্সেস “anyone with the link” করতে হবে এবং “viewer” or “commenter” এর পরিবর্তে “Editor” অপশনটি নির্বাচন করতে হবে যাতে সহজেই ডাউনলোড করা যায়।

ফটোগ্রাফি-তে আবেদনের ক্ষেত্রে আপনার ছবিটি যেভাবে প্রকাশিত হয়েছে ঠিক সেভাবেই স্ক্যান কপি এবং যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে তার নামসহ আপলোড করতে হবে। সাথে মূল ছবিটিও JPG ফরম্যাটে আপলোড করতে হবে। মূল ছবিটি অবশ্যই নুন্যতম ২,০০০X৩,০০০ পিক্সেল এবং ৩ এমবি এর উপর হতে হবে।

অংশগ্রহণের শর্তাবলী
বাংলাদেশের প্রতিষ্ঠিত মূলধারার গণমাধ্যমে প্রকাশিত এবং বাংলাদেশে বসবাসকারী ব্যক্তিরা প্রস্তুত করেছেন সাংবাদিকতার এমন কাজের জন্য এই পুরস্কার দেয়া হয়।
জমা দেওয়া বিষয়গুলো ২০২০-এর ০১ সেপ্টেম্বর থেকে ২০২১-এর ৩১ আগস্ট সময়কালের মধ্যে প্রকাশিত/প্রচারিত হতে হবে।
১৮ বছরের নিচের ক্যাটাগরির জন্য আবেদনকারীর জমা দেয়া প্রতিবেদনটি যে দিন প্রকাশিত/সম্প্রচার হয়েছে সেসময় তার বয়স ১৮ বছরের নিচে হতে হবে ।
একজন আবেদনকারী শুধুমাত্র একটি ক্যাটাগরিতে একটি প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন অথবা ছবি জমা দিতে পারবেন।
আবেদনপত্রটি অসম্পূর্ণ হলে অংশগ্রহণের জন্য অযোগ্য বিবেচিত/বাতিল হয়ে যেতে পারে।
বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন এমন ব্যক্তিদের পরিবারের প্রত্যক্ষ সদস্য এবং ইউনিসেফে নিযুক্ত কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

এই পুরস্কার প্রদানের সকল স্তরে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার ইউনিসেফের।
https://meenamedia.unicefbangladesh.org/