অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোনালদোহীন জুভেন্তাস প্রথম ম্যাচেই হারলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০২ এএম, ২৯ আগস্ট ২০২১ রোববার  

তিনবছর জুভেন্টাসের শীর্ষ গোলদাতা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ায় তাকে ছাড়া প্রথমবার মাঠে নামে তুরিনের বুড়িরা। যেখানে পুঁচকে এম্পোলির কাছে হেরেছে সিরি আ জায়ান্টরা। 

সিরি আ'র নবাগত দল এম্পোলির কাছে ০-১ গোলে হেরে গেছে জুভেন্টাস। প্রায় সমানে সমান লড়াই করেই ম্যাচটি জিতে নিয়েছে এম্পোলি।

ম্যাচে হারের দায়টা অবশ্য পুরোপুরি জুভেন্টাসের আক্রমণভাগের নয়। আর্জেন্টাইন পাওলো দিবালা, ইতালিয়ান ফেদেরিকো কিয়েসা আর মার্কিন ওয়েস্টন ম্যাককেনি তো নিস্প্রভ ছিলেনই, দলের কোনো বিভাগই ঠিকঠাক পারফর্ম করতেই পারেনি।

নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে ২১ মিনিটের সময় গোল হজম করে জুভেন্টাস। নবাগত এম্পোলিকে এগিয়ে দেন ফরোয়ার্ড লিওনার্দো মানচুসো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে আসরে প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে এম্পোলি।

জুভেন্তাস গোল হজম করে পিছিয়ে পড়েও তেমন ত্রাস সৃষ্টি করতেই পারেনি এম্পোলি রক্ষণে। ফলে গোল শোধ আর করতে পারেনি কোচ অ্যালেগ্রির দল। ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খোয়ায় দলটি। দুই ম্যাচ থেকে ছয় পয়েন্টের একটিই কেবল ঝুলিতে পুরতে পেরেছে বিয়েঙ্কোনেরিরা। ফলে লিগের শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধানটা দুই ম্যাচ পরই বেড়ে দাঁড়াল পাঁচে।

এমন জয়খরা অবশ্য জুভেন্তাসের জন্য নতুন কিছু নয়। এই তো ২০১৫-১৬ মৌসুমেও কোচের অধীনেই লিগের প্রথম দুই ম্যাচে জয়বঞ্চিত ছিল দলটি। শেষমেশ অবশ্য ঠিকই লিগ জিতেছিল জুভেন্তাস, ইতালিয়ান জায়ান্টদের তাই এখনই হতাশ হওয়ার নেই কিছুই।