থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার আপডেট: ০৪:০৭ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার
লেখক শেখ আবদুল হাকিম
বিশিষ্ট কথাসাহিত্যিক, অনুবাদক ও থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ আগস্ট) বেলা ১টার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে ব্রংকাইটিসে ভুগছিলেন এই জনপ্রিয় সাহিত্যিক।
গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিলো। তবে নেওয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়।
সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় গোয়েন্দা কাহিনি 'মাসুদ রানা' সিরিজের ২৭১টি এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক শেখ আবদুল হাকিম । 'মাসুদ রানা' ও 'কুয়াশা' সিরিজ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চার-সহ নানান স্বাদের বই উপহার দিয়েছেন এই লেখক। এছাড়া অনেক বিদেশি বইয়ের অনুবাদও করেন তিনি।
১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।
সেবা প্রকাশনীর মাসিক 'রহস্য পত্রিকা'র সহকারী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন অনেক বছর। গত বছর 'মাসুদ রানা'র ২৬০টি বইয়ের কপিরাইট স্বত্ব নিয়ে আলোচনায় আসেন তিনি।