অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অক্টোবরের প্রথম সপ্তাহে সীমিত পরিসরে খুলছে ঢাবি`র হল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:২৫ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার  

করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল অক্টোবরের প্রথম সপ্তাহে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাবি প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রথম দফায় হল খুলবে সীমিত পরিসরে শুধুমাত্র স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষার্থীদের জন্য।

জানা গেছে, এ বিষয়ে একটি বাস্তবায়ন পরিকল্পনাও তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেটি অনুসরণ করে আবাসিক শিক্ষার্থীদের হলে তোলা হবে।

তবে একইসঙ্গে অনলাইনে পরীক্ষা নেওয়া এবং ক্লাস কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভার সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ শতাংশ শিক্ষার্থী করোনা টিকা নিয়েছেন। তাদের মধ্যে কারও কারও দুই ডোজও সম্পন্ন হয়েছে।