অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘কর্ণফুলীর বিলাপ’ এটাই ছবির নাম দিলাম

ছবি ও লেখা: কমল দাশ

প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার   আপডেট: ০৪:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার

'কর্ণফুলীর বিলাপ'। এটাই ছবির নাম দিলাম। সত্যিই যেনো বিলাপের ধ্বনি শুনতে পাচ্ছিলাম নদীর তীরে এসে। নদী কাঁদছে, কারণ তার ওপর চলছে অত্যাচার। বড় বড় জাহাজ চলে এই নদীতে তা নিয়ে কর্ণফুলী খুশি ছিলো, গর্ব ছিলো। অপ্রশস্ত হলেও গভীরতায় ছিলো অহংকারী।


কিন্তু আজ  নানা কারণে ভরাট হয়ে প্রতিনিয়ত চর জমে ছোট হয়ে আসছে নদী। তায় আবার মানুষের ফেলা আবর্জনার অত্যাচার। এসবের কারণে মারাত্নক হুমকির মুখে পড়েছে চট্টগ্রামের প্রাণ এই কর্ণফুলী নদী।

তে কর্ণফুলী এখন বিলাপ করছে সারাক্ষণ। কিন্তু কে শুনবে নদীর সে চাপা কান্না। নদীটিকে বাচাঁতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু কে নেবে? কখন নেবে? - কমল দাশ