সাত কলেজে ভর্তি: আবেদনের সময় বাড়লো
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাবি কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কলেজগুলো হলো-
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এতে বলা হয়েছে, সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের সময় আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে ভর্তির আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২০ আগস্ট ২০২১ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা-
আবেদনকারীকে ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এছাড়া বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৭, বাণিজ্য ইউনিটে দুই জিপিএর যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ন্যূনতম ৬ জিপিএ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর-
২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য সাত কলেজে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে ৪৮ নম্বর পেলে শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবেন।
এদিকে সরকারি সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির স্থগিত ও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। তবে পরীক্ষার সময় কমিয়ে চার ঘণ্টা থেকে দুই ঘণ্টা করা হয়েছে।
সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকের এক সভায় এ সিদ্ধান্ত হয়।