দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিতে বললেন প্রধানমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার আপডেট: ০৬:০০ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা সরকারি বিধিনিষেধ এরই মধ্যে তুলে নিয়েছে সরকার। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের ১৭ মার্চ থেকে টানা বন্ধ আছে। এবার শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে দুটি বিষয় বিবেচনায় নেওয়ার কথা বলেছেন সরকার প্রধান। এই দুই বিষয়ের মধ্যে আছে করোনা সংক্রমণের পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আসা এবং টিকা দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার (১৮ আগস্ট) সচিব কমিটির সভায় এ নির্দেশ দেন সরকার প্রধান। সভায় ভার্চুয়ালি গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয়গুলো না, আমাদের স্কুলগুলোও খুলতে হবে। আমি ধন্যবাদ জানাই, আমাদের শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। কাজেই এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, বাচ্চারা ঘরে থাকতে থাকতে তাদেরও কষ্ট হচ্ছে। কাজেই সেদিকেও আমাদের নজর দেয়া দরকার।’
সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ১৮ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে যত তাড়াতাড়ি সম্ভব টিকার আওতায় আনতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত অনলাইন ও অন্যান্য শিক্ষা কার্যক্রম সচল রাখতে হবে।
দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় তা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খোলা হবে এ বিষয়ে সরকার থেকে নির্দিষ্ট কিছু বলা হচ্ছিল না। গত ১৫ আগস্ট শিক্ষামন্ত্রী বলেছিলেন, সংক্রমণ পরিস্থিতি এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে টিকার আওতায় আনার ওপর সবকিছু নির্ভর করছে।