অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্ষুধার সূচকে ১৩ ধাপ এগিয়ে বাংলাদেশ বিশ্বের ৭৫তম

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার   আপডেট: ০২:০১ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

২০২০ সালে বিশ্বের ১০৭টি দেশের ক্ষুধার সূচকে বাংলাদেশের অবস্থান ৭৫তম। বিশ্বের অন্তত ৩২টি দেশের চেয়ে বাংলাদেশ ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে রয়েছে। আর এক বছরেই এগিয়েছে ১৩ ধাপ।

আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ রয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের চেয়ে ভালো অবস্থানে। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আফগানিস্তান, যার সূচক ৯৯। ভারতের সূচক ৯৪ আর পাকিস্তানের ৮৮। নেপাল ৭৩ ও শ্রিলংকা ৬৪তম অবস্থানে রয়েছে। 
বিশ্ব খাদ্য সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে চাড (১০৭), এছাড়া মোজাম্বিক ১০৩ ও লাইবেরিয়া ১০২ নং সুচকে অবস্থান করছে। 

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এই সূচক প্রকাশ করেছে। ২০১৯ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ৮৮ তম।