অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তালেবান সম্পর্কিত কন্টেন্ট নিষিদ্ধ করলো ফেসবুক

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার  

নিজেদের সব প্লাটফর্মে তালেবান সম্পর্কিত বা দলটিকে সমর্থন দেয় এমন কন্টেন্টে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ফেসবুক। তার কারণ হলো এই স্বশস্ত্র দলকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে মনে করে এই সামাজিক মাধ্যম জায়ান্ট । 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আফগানিস্তান সম্পর্কে অবগত একটি আলাদা গ্রুপকে এ কাজে নিয়োগ করা হয়েছে যাদের কাজ হবে তালেবান সম্পর্কিত কন্টেন্ট ফেসবুক থেকে সরিয়ে দেয়া। আগামী দিনে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে তালেবান বিষয়ে সব কন্টেন্ট বাতিল করা হবে। 

বহু বছর ধরে তালিবান তার বার্তা ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছে তালেবানরা। অতি দ্রুত সময়ে সংগঠনটি আফগানিস্তানের ক্ষমতায় আসায় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সামাজিক মাধ্যমগুলো। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে ফেসবুকের মুখপাত্র জানান, "মার্কিন আইন অনুসারে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমাদের নীতির অধীনে আমরা তালেবানদের সব পরিষেবা থেকে নিষিদ্ধ করেছি। এর অর্থ হল আমরা তালেবানদের পক্ষ থেকে বা তাদের দ্বারা পরিচালিত অ্যাকাউন্টগুলি সরিয়ে দিব। তাদের প্রশংসা, সমর্থন এবং প্রতিনিধিত্বও নিষিদ্ধ থাকবে। 

তিনি আরও বলেন, "আমাদের কাছে আফগানিস্তানের বিশেষজ্ঞ একটি দল নিবেদিত আছে, যারা স্থানীয় এবং পশতু ভাষাভাষী এবং স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান রাখে। আমাদের প্ল্যাটফর্মে উদ্ভূত সমস্যাগুলি চিহ্নিত করতে এবং সতর্ক করতে সহায়তা করছে।"

তালেবানরা বর্তমানে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে বলে জানায় বিবিসি। ফেসবুক বিবিসিকে বলেছে যে অ্যাপটিতে অ্যাকাউন্টগুলি যদি তালেবান গ্রুপের সাথে যুক্ত থাকে তবে তারা ব্যবস্থা নেবে।

প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিও তারা তালেবান-সম্পর্কিত বিষয়বস্তু কীভাবে পরিচালনা করে তা যাচাইয়ের আওতায় আনছে। বিশেষ করে টুইটার ব্যবহার করে নিজেদের অনেক কার্যক্রমের ঘোষণা দিয়েছে তালেবানরা।