এমবাপের জন্য রিয়াল মাদ্রিদের প্রস্তাব শুনবে পিএসজি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার আপডেট: ১১:৪৭ এএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার
চলতি সপ্তাহে কিলিয়ান এমবাপের জন্য রিয়াল মাদ্রিদের প্রস্তাব জানতে চায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ডায়রো এএস এর সংবাদ মতে, ফরাসি স্টাইকারকে ধরে রাখতে পারার চেষ্টায় ব্যর্থ পিএসজি। নতুন চুক্তিতে দুই পক্ষ সম্মত না হওয়ায় এখন এমবাপে বিক্রি করতে চায় ক্লাব।
এতদিন ধরে এমবাপেকে ধরে রাখার দৃঢ় প্রত্যয় শুনা গেছে ফরাসি জায়ান্টদের থেকে। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি আসার পরও শুনা গেছে একই কথা।
গত বছরই রিয়াল মাদ্রিদের যাওয়ার ইচ্ছার কথা শুনা গেছে এমবাপের মুখে। এখন ডায়রো এএস এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে কথা বলতে মাদ্রিদে যাবেন পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি।
এমবাপের বর্তমান চুক্তি শেষ হবে ২০২২ সালে। তাকে ছয় বছরের নতুন চুক্তির প্রস্তাবও দেয়া হয়। যেখানে তার বেতন হওয়ার কথা নেইমারের সমান। তবে সে প্রস্তাবে সম্মত হননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।