অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কারাগারে ডিভিশন পাচ্ছেন পরীমনি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার  

কারাগারে ডিভিশন পাচ্ছেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পাশাপাশি তাকে কারাবিধি অনুযায়ী ডিভিশনের আদেশও দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত এ আদেশ দেন। 

পরীমনির অন্যতম আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভীর এক আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, যেহেতু নায়িকা পরীমনি একজন স্বনামধন্য নায়িকা, তার জন্য সাধারণ হাজতিদের সঙ্গে বসবাস করা অস্বস্তিকর ও তার মানষিক উৎপীড়ন হতে পারে। এমন কি কোনো দুর্ঘটনার শিকার হতে পারন, তাই তাকে কারাগারে ডিভিশন দেয়ার আবেদন করছি।  এছাড়াও তিনি সাধারণ জীবন যাপন পোষাক পরিচ্ছদ ও অনেক বিষয়ে অন্যদের থেকে আলাদা, তার তাকে কারাগারে ডিভিশন দেয়া জরুরি ও আবশ্যকতা রয়েছে।