দুই দিনের ৫ম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
কিশোর-কিশোরী ও তরুণ- তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শুরু হয়েছে ৫ম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে দুই দিনব্যাপী সম্মেলনটি আয়োজন করেছে সিরাক-বাংলাদেশে। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সারাদেশ থেকে প্রায় ৫০০ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী ভার্চুয়ালি অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনে অংশ নিচ্ছে। যেখানে তারা আটটি প্ল্যানারি সেশন, চারটি প্যারালাল সেশন ছাড়াও নেটওয়ার্কিং ও দক্ষতা উন্নয়ন ট্রেনিং সেশনসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করবেন।
কোভিড-১৯ পরিস্থিতিতে সতর্কতামূলকভাবে সম্মেলনটিতে কেবলমাত্র বক্তারা অনুষ্ঠানস্থাালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ছিলেন। অংশগ্রহনকারীরা যোগ দিয়েছিলেন সম্মেলনের ওয়েবসাইটে বিশেষভাবে নিবন্ধন করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
অনুষ্ঠান উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেন, মহামারী পরবর্তী বিশ্ব অর্থনীতি উন্নয়নে এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি জনগন ও তরুন প্রজন্মের ভূমিকা অপরিহার্য,সেজন্য তরুণদের মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে।