অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সত্য তুলে ধরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এওয়ার্ড জিতলেন প্রবাসী শিপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার   আপডেট: ০৪:৩৫ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

গুজবের বিরুদ্ধে সত্য তুলে ধরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এওয়ার্ড জিতলেন বাংলাদেশী প্রবাসী ওমর ফারুক শিপন। করোনা নিয়ে নানা গুজবের বিপরীতে সত্য তুলে ধরার জন্য শিপন এই এওয়ার্ড জিতলেন। পুরস্কারের নাম ‘প্রেসিডেন্ট ভলান্টারিজম এন্ড ফিলানথ্রপি এওয়ার্ড ২০২০’। পিপল অফ গড ক্যাটাগরিতে পুরস্কার পান শিপন।

শুক্রবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের হাত থেকে পুরস্কার নেন ওমর ফারুক শিপন।

সত্য তুলে ধরে পুরস্কৃত হওয়ার ব্যাপারটিকে জীবনের অন্য্যতম সেরা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন শিপন। তাকে পুরস্কৃত করার জন্য সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান।