এক মাস রাত জাগার প্রস্তুতি নিন ফুটবল ভক্তরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার
১০ অক্টোবর শুরু হওয়া ফুটবলের আন্তর্জাতিক বিরতি শেষ হয়েছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)। এ কদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠ দাপিয়েছেন মেসি, রোনালদো, নেইমার, হালান্ডরা। পরবর্তী আন্তর্জাতিক বিরতি শুরু হবে ১৪ নভেম্বর। এর মাঝে ক্লাবের জার্সিই চড়বে ফুটবলারদের গায়ে।
এই চার সপ্তাহ ফুটবল ভক্তরা ঠিক মতো ঘুমাতে পারবেন কিনা তা নিয়ে আছে সন্দেহ। কারণ ফুটবলের বড় বড় সব মহারণই যে হতে যাচ্ছে এর মাঝে। যেখানে শুরুতেই আসবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নাম। বিশ্বকাপের পরে সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে খেলেন ইউরোপের নামিদামী সব ক্লাব। এই চার সপ্তাহে থাকছে সে টুর্নামেন্টের মোট ৪৮ টি ম্যাচ! সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ২ টায় শুরু হওয়ায় ফুটবল ভক্তদের ঘুমের যে ১২টা বাজবে তা আর বলতে।
এখানেই শেষ নয়। ইউরোপা কাপের সমান সংখ্যক ম্যাচও হবে এই সময়েই। এছাড়া আছে ক্লাব পর্যায়ের সবচেয়ে জনপ্রিয় ম্যাচ এল ক্লাসিকো। ২৪ অক্টোবর স্পেনের সময় বিকাল চারটায় মুখোমুখি হবে স্পেনিশ জায়ান্ট বার্সা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশের দর্শকরা রাত ৮টায় ফেসবুকে লা লীগার অফিসিয়াল পেজে ম্যাচটি দেখতে পারবেন।
জার্মান ফুটবলের বড় দুই দল বরুসিয়া ডর্টমুন্ড আর বায়ার্ন মিউনিখও মুখোমুখি হবে বুন্দেসলীগায়। ৭ নভেম্বর বাংলাদেশ সময়ে ম্যাচটি হবে রাত ১১ টা ৩০ মিনিটে।
ইতালিয়ান সিরি-আতে তো কালই (১৭ অক্টোবর) রাত ১০ টায় মাঠে মুখোমুখি হবে মিলান শহরের নামকরা দুই ক্লাব ইন্টার ও এসি মিলান। যে ম্যাচ বিশ্বব্যাপী পরিচিত মিলান ডার্বি নামে।
উপরে যে তিনটি লীগের কথা বলা হয়েছে সেখানে বড় দল কম। তাই বড় ম্যাচও থাকে কম। কিন্তু ব্যতিক্রম ইংলিশ প্রিমিয়ার লীগ। একই মানের পাঁচ-ছয়টি দল থাকায় প্রতিনিয়তই দেখা মেলে দ্বৈরথের। তবে এই মাসে সে সংখ্যা খানিকটা বেশিই।
আগামীকালই রাত ৮ টায় যেমন মাঠে গড়াবে মার্সিসাইড ডার্বি। অন্যবছর এই ম্যাচ নিয়ে কিছুটা মাতামাতি হলেও এবার তা আলোচনার তুঙ্গে। কারণ লিভারপুল গতবারের লীগ চ্যাম্পিয়ন আর এভারটন এবারের টেবিল টপার।
এখানেও শেষ নয়। ৮ টার পরও চোখ সরাতে পারবেন না দর্শকরা। কারণ পরের ম্যাচেই রাত ১০টায় আর্সেনালকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লীগের ষষ্ঠ রাউন্ডেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম চেলসির ম্যাচও। সে ম্যাচটি হবে রাত ১০ টা ৩০ মিনিটে। আর অষ্টম রাউন্ডে হবে বর্তমান সময়ে প্রিমিয়িার লীগের সবচেয়ে বড় দ্বৈরথ। ৭ নভেম্বরের ম্যাচে রাত ৯টায় মুখোমুখি হবে লিভারপুল ও ম্যাচেস্টার সিটি।
ফুটবল পাগল দর্শকরা এত এত ম্যাচের মাঝে খুব কম ম্যাচই মিস করতে চাইবেন। যদি সব ম্যাচ দেখতে চান তবে কাল থেকেই রাত জাগার প্রস্তুতি নিন।