অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জুভেন্টাসকে হারিয়ে মেসি পরবর্তী যুগ শুরু বার্সার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১ এএম, ৯ আগস্ট ২০২১ সোমবার  

মৌসুম শুরু আগের প্রস্তুতি ম্যাচগুলোতেও ছিলেন না লিওনেল মেসি। কিন্তু তখন তো মনে মনে ছিল যে ছুটি কাটিয়েই মাঠে ফিরছেন রাজপুত্র। কিন্তু জুভেন্টাসের সঙ্গে কাল যখন লেখতে নামেন পিকে-আলবাদের নিশ্চয়ই বুকের একটা পাশে ছিল শূন্যতা। তবে বার্সেলোনা-জুভেন্টাস ম্যাচে তার প্রভাব পড়েছে কমই। উল্টো ক্রিস্টিয়ানো রোনালদোদের হারিয়ে মেসি পরবর্তী যুগ শুরু করেছে কাতালানরা। 

বাংলাদেশ সময় সোমবার (৯ আগস্ট) জুভেন্টাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে জোয়ান গ্যাম্পার ট্রফি জিতে নিয়েছে বার্সেলোনা। ব্লাউগ্রানাদের হয়ে গোল করেনে ম্যামফিস ডিপে, মার্টিন ব্র্যাথওয়েট ও রিকার্ড পুইগ। 

ম্যাচের তৃতীয় মিনিটেই একটি থ্রো ধরে বল এগিয়ে নেন অস্ট্রিয়ান তারাকা ইউসেফ ডেমির। তার পাস থেকে বল পেয়ে তা ঠিকানায় পাঠিয়ে দেন বার্সার নতুন সেনসেশন ডিপে। 

প্রথমার্ধের আগেই সমতায় আসতে পারতো জুভেন্টাস কিন্তু খুব কাছ থেকেও বল জালে জড়াতে পারেননি আলভারো মোরাতা। উল্টো ৫৭ মিনিটে ডিপের নেয়া কর্নারে মাথা ছুঁইয়ে কাতালানদের এগিয়ে দেন ব্রাথওয়েট। 

বার্সেলোনার শেষটা আরও রাঙিয়ে দেন রিকার্ড পুইগ। বেঞ্চ থেকে বদলি নেমেই বাঁ পায়ের দারুণ এক বাঁকানো শটে ৯২ মিনিটে গোল উপহার দেন এই লা মাসিয়া গ্রাজুয়েট।