অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাহবুবুল হক শাকিল পদকের জন্য কবিতার বই আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার   আপডেট: ১২:৩২ পিএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

প্রয়াত কবি ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের নামে প্রবর্তিত ‘মাহবুবুল হক শাকিল পদক’ এর জন্য বই আহ্বান করা হয়েছে। ২০১৭ সাল থেকে প্রতিবছর ২০ ডিসেম্বর তার জন্মদিনে একজন তরুণ কবিকে এই পদক দিয়ে আসছে মাহবুবুল হক শাকিল সংসদ।
 
এ বছরের পুরস্কারের জন্য বই আহ্বান করা হয়েছে। মাহবুবুল হক শাকিল পদক প্রদান উপ-কমিটির আহ্বায়ক প্রকাশক ওসমান গণি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে প্রকাশিত অনুর্ধ্ব ৪০ বছর বয়সের বাংলাদেশি কবির কাব্যগ্রন্থের জন্য এই পদক দেওয়া হবে। পদকের অর্থমূল্য এক লাখ টাকা।

আগ্রহি লেখক, প্রকাশক কিংবা শুভানুধ্যায়ীর কাছ থেকে প্রতিটি বইয়ের পাঁচ কপি করে আহ্বান করা হয়েছে। সঙ্গে লেখকের বয়সের প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। আগে এই পুরস্কার পাওয়া কেউ পুনরায় পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

বই পাঠাতে হবে ১০ নভেম্বরের মধ্যে। এই ঠিকানায়- চন্দনা মণ্ডল, জমিদার প্যালেস, ফ্ল্যাট # ৮/এ, ২৯১ ইনার সার্কুলার রোড, ঢাকা-১০০০।