অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বার্সেলোনাকে বিদায় জানাতে আজ মেসির প্রেস কনফারেন্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৮ আগস্ট ২০২১ রোববার   আপডেট: ০১:৫০ পিএম, ৮ আগস্ট ২০২১ রোববার

এসে গেলো বিদায়ের সময়। যে বিদায় মেসি কিংবা বার্সেলোনা কেউই চায়নি। কিন্তু লা লিগার বেতন কাঠামোর জন্য ২১ বছরের সম্পর্ক ভেঙে আলাদা হচ্ছে বার্সা-মেসি। যে নাম এতবছর জড়িয়ে ছিল আষ্টেপৃষ্টে। 

বার্সেলোনার ওয়েবসাইট ও ফেসবুক পেইজে আগেই সে ঘোষণা দেয়া ছিল। ক্লাবের পক্ষে বক্তব্য দিয়ে রেখেছেন হুয়ান লাপোর্তা। জানিয়েছেন মেসিকে ধরে রাখতে গিয়ে বড় সমস্যার মুখোমুখী হওয়ার সম্ভাবনায় পড়বে ক্লাব। তাই এছাড়া আর উপায় ছিল না। মেসিও মেনে নেন সে কথা। 

এবার নিজের পক্ষের কথা শুনাতে প্রেস কনফারেন্সে হাজির হবেন মেসি। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সবার সামনে কথা বলবেন কাতালান ক্লাবটি কিংবদন্তী। সে প্রেস কনফারেন্স সরাসরি দেখানো হবে বার্সেলোনার ওয়েবসাইটে ও ফেসবুক পেইজে।

ক্লাবকে বিদায় জানানোর আগে বার্সেলোনায় নিজের বাড়িতে পার্টি রাখেন লিও মেসি। যেখানে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনে বন্ধু ও আর্জেন্টিনা দলের সতীর্থ সার্জিও আগুয়েরো, ক্লাব সতীর্থ জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। সবাই আসেন তার সঙ্গীদের নিয়ে।

পার্টিতে সবাইকে খুব হাশিখুশি দেখা গেলেও আজ নিশ্চয়ই থাকবেনা সে ভাব। যে টিস্যুতে সাক্ষর করে হয়েছিল মেসি-বার্সা চুক্তি, সে টিস্যুতেই অশ্রু মুছে বিদায় নিতে হবে ক্লাবের কিংবদন্তী হয়ে।