ভারতের সোনার খরা কাটালেন নীরজ চোপড়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার
নীরজ চোপড়া
অলিম্পিকের ইতিহাসে ভারতের সোনার পদক মোটে ৯। তার ৮টিই এসেছে হকি থেকে। আর ২০০৮ সালে অভিনব বিন্দ্রা শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে জিতেছিলেন সোনা।
কিন্তু অলিম্পিকের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক জিততে পারেননি ভারতীয় ক্রীড়াবিদরা। এবারের অলিম্পিকে সেই হতাশা দূর করলেন নীরজ চোপড়া। তাও একেবারে স্বর্ণ। জ্যাভলিন থ্রোতে সোনা জিতলেন তিনি। এবারের অলিম্পিকে ভারতের প্রথম সোনার পদক এটি।
এর আগে অ্যাথলেটিক্সে ভারত সোনা তো দূর, কোনও পদকই জেতেনি। সেই আক্ষেপ মিটিয়ে দিলেন নীরজ।
একইসঙ্গে দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন তিনি।