বার্সেলোনায় মেসি যুগের অবসান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ এএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার আপডেট: ১২:৪২ এএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার
লিওনেল মেসি
চুক্তি শেষ হলেও লিওনেল মেসি চেয়েছিলেন থেকে যেতে। বার্সেলোনাও সর্বোচ্চ চেষ্টা করেছে বিশ্বের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে। কিন্তু বাঁধ সেধেছে লা লিগার অর্থনৈতিক নীতি। তাই শেষ পর্যন্ত অবসান হলো মেসি-বার্সার ২১ বছর সম্পর্কের।
মাত্র ১৩ বছর বয়সে মেসি যোগ দেন বার্সার একাডেমি লা মাসিয়ায়। হরমোন সমস্যায় ভোগা মেসির ফুটবলই খেলা হতো না যদি কাতালান ক্লাবটি তার চিকিৎসার ভার না নিতো।
মেসিও তার সবটুকু উজাড় করে দিয়েছেন ব্লাউগ্রানারদের জন্য। ১৭ বছরের সিনিয়র দলের ক্যারিয়ারে বার্সাকে জিতিয়েছেন ৪ টি চ্যাম্পিয়ন্স ট্রফি, ১০ টি লা লিগায়, ৭ টি কোপা ডেলরেসহ অসংখ্য শিরোপা।
বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে মাঠে নেমে মেসির গোলসংখ্যা ৬৭২। এরচেয়ে বেশি কিছু হয়তো কোন ফুটবলার দিতে পারে না বা ক্লাবও চাইতে পারে না।
মেসির সঙ্গে মূলত বার্সেলোনা চুক্তি শেষ হয় এ বছরের ৩১ জুন৷ গত একমাস ফ্রি এজেন্ট থাকলেও সবাই জানতো বার্সায় নতুন চুক্তি করতে যাচ্ছেন মেসি। ক্লাব থেকে সে বার্তাই দেয়া হচ্ছিল।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বার্সার সাথে বৈঠক করেন মেসি। ধারণা ছিল যে কোন সময় আসবে নতুন চুক্তির ঘোষণা। কিন্তু সবাইকে অবাক করে দিল বার্সেলোনা অফিসিয়াল পেইজের এক পোস্ট।
যেখানে স্পষ্ট করে লেখা, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না মেসির৷ তার কারণ আর্থিক সংকট। দু'পক্ষ চাইলেও যে সমস্যার কোনো সমাধান নেই। ফলে এখন মেসিকে ছাড়াই বার্সার খেলা দেখতে হবে সমর্থকদের।
মেসির পরবর্তী গন্তব্য হতে পারে পিএসজি বা ম্যানচেস্টার সিটি। হয়তো সেখানে দেখা যাবে এই মহাতারকার পায়ের ঝলক। অন্য কোন লিগে ড্রিবলিংয়ে মাতাবেন সমর্থকদের। কিন্তু মেসি ও বার্সা ভক্তদের হৃদয়ের অশ্রু ক্ষরণ যে বন্ধ হবার নয়।