আরও ৬ বছর লিভারপুলে থাকছেন অ্যালিসন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
২০২৭ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ২৮ বছর বয়সী এই গোলরক্ষক ২০১৮ সালে রোমা থেকে এ্যানফিল্ডে যোগ দিয়েছিলেন। তারপর থেকে তিনি ক্লাবের আস্থা অর্জন করে গেছেন।
এই সময়ের মধ্যে অ্যালিসন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছেন। লিভারপুলের পরিবেশে তার পরিবারও দারুন খুশী বলে এ্যালিসন উল্লেখ করেছেন। যে কারনে চুক্তি নবায়নের সিদ্ধান্তটি নিতে কোন কষ্ট হয়নি বলে জানান তিনি।
এর আগে ২০২৬ সাল পর্যন্ত অল রেডসদের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন অ্যালিসনের ব্রাজিলিয়ান সতীর্থ ২৭ বছর বয়সী ফাবিনহো। গত সপ্তাহে ২২ বছর বয়সী ফুল-ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ঘোষনা দিয়েছিলেন ২০২৫ সাল পর্যন্ত তিনি লিভারপুলে থাকতে চান।
এ পর্যন্ত মার্সিসাইড ক্লাবটির হয়ে অ্যালিসন ১৩০টি ম্যাচ খেলেছেন। রোমা থেকে ৬৬.৮ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেবার পর ৫৭টি ম্যাচে কোন গোল হজম করেননি। এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে নিজেকে ধরে রেখেছেন ব্রাজিলিয়ান এই তারকা।